• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

হকি ঢাকা ও পিডব্লিউডি জিতেছে

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে আজ (৭ এপ্রিল) শুক্রবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হকি ঢাকা ইউনাইটেড ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব নিজ নিজ খেলায় জয় পেয়েছে।

হকি ঢাকা ৮ : ০ রায়েরবাজার
হকি ঢাকা ইউনাইটেড ৮-০ গোলে রায়েরবাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। একতরফার এ লড়াইয়ে আলিফ, শুভ কুমার এবং জাসপাল সিং জোড়া গোল করেছেন। অপর দুটি গোল করেন আলিম ও তাওহিদ।

মাঠে খেলা গড়ানোর প্রথম মিনিটেই আলিফের গোল এগিয়ে যায় হকি ঢাকা (১-০)। পঞ্চম মিনিটে শুভ কুমার ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। প্রথম কোয়ার্টারে আরো তিনটি গোল হয়। ১০ মিনিটে জাসপাল সিং তৃতীয় গোল করেন (৩-০)। মিনিট দুই পর আলিফ চতুর্থ গোল করেন (৪-০)। খেলার ১৪ মিনিটে শুভ কুমার পঞ্চম গোলটি এনে দেন (৫-০)।

দ্বিতীয় কোয়ার্টারে শুরুতে আবারো গোল উৎসবে মাতে  হকি ঢাকা। ১৭ মিনিটে জাসপাল সিং ষষ্ঠ গোল করেন (৬-০)। ২৩ মিনিটে গিয়ে শুভ কুমার সপ্তম গোল করেন (৭-০)। তবে শেষ দিকে অর্থাৎ ৫৮ মিনিটে গিয়ে খেলার শেষ গোলটি করেন তাওহিদ (৮-০)।

পিডব্লিউডি ৫ : ০ শান্তিনগর
শাহির ও অভির জোড়া গোলে শান্তিনগর স্পোর্টিং ক্লাবকে ৫-০ গোলে হারিয়েছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। ১০ মিনিটে শাহিরের গোলে এগিয়ে যায় পিডব্লিউডি (১-০)। ১৩ মিনিটে অভির গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি (২-০)।

১৯ মিনিটে আবারো গোলের আনন্দ পিডব্লিউডির ঘরে। শাহির করেন তৃতীয় গোল (৩-০)। এরপর ২১ মিনিটে জাহিদ চতুর্থ গোল করেন (৪-০)। খেলার শেষ গোলটি আসে অভির স্ট্রিক থেকে ৫১ মিনিটে (৫-০)।

 

 

Rent for add