• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

রাকিবের হ্যাটট্রিকে কম্বাইন্ডের জয়

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে রাকিবের হ্যাটট্রিকে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ৮-০ গোলে শিশু-কিশোর সংঘকে পরাজিত করেছে। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়েছে মুক্তবিহঙ্গ তরুণ সংঘকে। দুটি খেলাই ৬ এপ্রিল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

কম্বাইন্ড ৮ : ০ শিশুকিশোর
শিশুকিশোর সংঘকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব। আজ বৃহস্পতিবার রাকিবের হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় কম্বাইন্ড। খেলার ৯, ১৪ ও ৫৫ মিনিটে গোল করে হ্যাটট্রিকপূর্ণ করেন রাকিব। এছাড়া কম্বাইন্ডের হয়ে ৪ ও ২৪ মিনিটে জোড়া গোল করেন সোহেল। বাকি তিনটি গোল২১, ২৭ ও ৫১ মিনিটে করেন যথাক্রমে শিবনাথ, সজীব ও আকাশদ্বীপ সিং।

ব্যাচেলার্স ২ : ১ মুক্তবিহঙ্গ
এদিকে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব ও মুক্তবিহঙ্গ তরুণ সংঘের মধ্যে। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে ব্যাচেলার্স। খেলার ১৩ মিনিটে সোহেলের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে এগিয়ে যায় ব্যাচেলার্স (১-০)। ২২ মিনিটে পাভেলের দারুণ এক ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। তবে ৩৫ মিনিটে মুক্তবিহঙ্গের অধিনায়ক প্রিন্সের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে পরাজয়ের ব্যবধান (২-১) নামিয়ে আনে মুক্তবিহঙ্গ।

Rent for add