নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার, ১৭:০১:১৩
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে রানার হ্যাটট্রিকে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে এবং আলিফের হ্যাটট্রিকে হকি ঢাকা ইউনাইটেড শান্তিনগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ৫ এপ্রিল দুটি খেলাই মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
পিডব্লিউডি ৩ : ১ ফরাশগঞ্জ
রানার হ্যাটট্রিকে পিডব্লিউডি ৩-১ গোলে ফরাশগঞ্জকে পরাজিত করে। ১১ মিনিটে আবদুল্লাহর গোলে ফরাশগঞ্জ (১-০) এগিয়ে যায়। তবে সেই লিডটা তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।
এক গোলে পিছিয়ে পড়ে রানা একাই পিডব্লিউডিকে সহজ জয় এনে দেন। প্রথমে তিনি ২১ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান (১-১)। এরপর ৩৭ ও ৪২ মিনিটে আরো দুটি গোল করে নিজের হ্যাটট্রিকপূর্ণ করার পাশাপাশি দলকে (৩-১) জয় উপহার দেন।
হকি ঢাকা ১৩ : ২ শান্তিনগর
আলিফের হ্যাটট্রিকে শান্তিনগরকে ১৩-২ গোলে উড়িয়ে দিয়েছে হকি ঢাকা। জয়ী দলের আলিফ হ্যাটট্রিকসহ ৫ গোল করেন। তিনি ৬, ৩২, ৪৭, ৫৮ ও ৫৯ মিনিটে গোল করেন।
তবে সাভরাজ সিং ও জাসপাল সিং জোড়া গোল উপহার দেন। এছাড়া রহমত, লালন, আপন ও হাসিবুল একটি করে গোল করেন।
এদিকে শান্তিনগরের আকাশ জোড়া গোল করে হারের ব্যবধান কমালেও বড় পরাজয় ঠেকাতে পারেননি।
Rent for add