নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০২৩, বুধবার, ০:৪১:৪৩
গ্রিন ডেল্টা ইন্সুরেন্স প্রথম বিভাগ হকি লিগে দারুণ জয় পেয়েছে মুক্তবিহঙ্গ তরুণ সংঘ। তারা ৫-১ গোলে হারিয়েছে শিশু-কিশোর সংঘকে। তবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও রায়েরবাজার স্পোর্টিং ক্লাবের মধ্যেকার খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। ৪ এপ্রিল দুটি খেলাই মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ওয়ান্ডারার্স ১ : ১ রায়েরবাজার
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও রায়েরবাজার স্পোর্টিং ক্লাব পয়েন্ট ভাগাভাগি করেছে। খেলাটি ১-১ গোলে ড্র হয়। ২৭ মিনিটে রবিনের গোলে ওয়ান্ডারার্স এগিয়ে (১-০) যায়। তবে ৪০ মিনিটে সিয়ামের গোলে সমতায় ফেরে রায়েরবাজার (১-১)।
এরপর উভয় দলই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত ড্রয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়েন ওয়ান্ডারার্স ও রায়েরবাজারের খেলোয়াড়রা।
মুক্তবিহঙ্গ ৫ : ১ শিশুকিশোর
শিশুকিশোর সংঘকে ৫-১ গোলে বড় ব্যবধানে হারিয়েছে মুক্তবিহঙ্গ তরুণ সংঘ। ১০ মিনিটে অধিনায়কের প্রিন্সের গোলে এগিয়ে যায় মুক্তবিহঙ্গ (১-০)। তবে ৩২ মিনিটে মাসুমের গোলে সমতায় ফেরে শিশুকিশোর (১-১)।
এরপর শুরু হয় কেবল মুক্তবিহঙ্গের এগিয়ে যাওয়ার পালা। ৩৪ মিনিটে ইয়াসিনের গোলে ব্যবধান দ্বিগুণ (২-১) হয়। ৪৩ মিনিটে লরিকের গোলে সহজ জয়ের পথে হাঁটতে শুরু করে মুক্তবিহঙ্গ (৩-১)। এরপর ৪৯ মিনিটে জাগজিৎ সিং (৪-১) এবং ৫৪ মিনিটে সৌরভ গোল করে দলকে (৫-১) বড় জয় উপহার দেন।
Rent for add