• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

মূলধারায় ফিরেছি, এবার প্রিমিয়ারেও চ্যাম্পিয়নের জন্য দল গড়বো : রশিদ সিকদার

দেশবরেণ্য ক্রীড়া সংগঠক ঊষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার বলেছেন, হকির মূলধারায় আমরা আবার ফিরে এসেছি। প্রিমিয়ার বিভাগ হকি লিগেও আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়বো।  রোববার (২ এপ্রিল) এক ম্যাচ হাতে রেখে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি এ কথা বলেন।

দীর্ঘ দিন ধরে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার এক প্রশ্নে বলেন,  আমরা মান-অভিমান ভুলে নতুন করে নতুন স্বপ্ন নিয়ে আবার প্রিমিয়ার বিভাগ হকি লিগ শুরু করবো। আমাদের ফেরায় ঘরোয়া হকির সর্বোচ্চ দলগত আসর আবার জমজমাট হয়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন।

তৃতীয়বারের মতো এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত আব্দুর রশিদ সিকদার আরো বলেন, আমরা ফেরায় খেলোয়াড়দের মধ্যেও স্বস্তি ফিরেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড ও মেরিনার্স ইয়াং ক্লাবের পাশাপাশি ঊষা ক্রীড়া চক্রের উপস্থিতিতে খেলোয়াড়দেরকে দলবদলে আর্থিকভাবে আরো বেশি লাভবান করবেন।

অপর এক প্রশ্নে ক্রীড়া অন্তপ্রাণ আব্দুর রশিদ সিকদার বলেন, ঘরোয়া হকির সর্বোচ্চ দলগত এ আসর যত জমজমাট হবে, যত প্রতিদ্বন্দ্বিতা হবে তাতে খেলোয়াড়দের মানোন্নয়নে সহায়তা করবে। একই সঙ্গে জাতীয় হকি দলকে শক্তিশালী ও সমৃদ্ধ করতে  ভূমিকা রাখবে।

এদিকে ঊষা ক্রীড়া চক্রের সভাপতি মফিজুর রহমান খান বলেছেন চলতি বছরেই আমাদের প্রিমিয়ার বিভাগ হকি লিগ খেলতে হচ্ছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে দুই বার দল গঠন আমাদের জন্য কষ্টসাধ্য হলেও আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গঠন করবো। আমরা একমাত্র হকিভিত্তিক ক্লাব। আমরা হকির সঙ্গেই থাকব। এক প্রশ্নে তিনি বলেন, লিগের আরো একটি খেলা রয়েছে। সেটি আগে শেষ করি তারপর দলের এই সাফল্যে খেলোয়াড়দের জন্য কি করা যায় তা সবাই বসে ঠিক করবো।

বর্তমান দলটিকে ধরে রেখেই কি প্রিমিয়ার বিভাগ হকি লিগে খেলবেন কিনা এমন প্রশ্নে মফিজুর রহমান খান বলেন, এখনো এ নিয়ে চিন্তাভাবনা করিনি। তবে টিম ম্যানেজমেন্ট বিষয়টি দেখবেন। আমরা সবসময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গঠন করি। আসন্ন প্রিমিয়ার লিগেও এর ব্যতিক্রম হবে না।

উল্লেখ্য প্রিমিয়ার বিভাগ হকি লিগের হ্যাটট্রিকসহ চারবারের চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়া চক্র ২০১৮ সালে ফেডারেশনের সঙ্গে এক কোন্দলে দলবদলের সময়সীমা বৃদ্ধি না করায় প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেনি বলে দলটিকে প্রথম বিভাগ হকি লিগে অবনমন করা হয়েছিল।

যদিও সেসময় ঊষার কর্মকর্তারা ফেডারেশনের কাছে ক্লাবটির ইতিহাস-ঐতিহ্য এবং হকিতে অবদানের বিষয় বিবেচনা করে প্রথম বিভাগে অবনমিত না করে প্রিমিয়ারে রাখার অনুরোধ করেছিল । কিন্তু তৎকালীণ ফেডারেশনের এক সহসভাপতির শক্ত অবস্থানের কারণে উষাকে প্রথম বিভাগে নেমে যেতে হয়।

তবে পাঁচ বছর পর আবার প্রিমিয়ার বিভাগ হকি লিগে ঊষা ক্রীড়া চক্র ফিরে আসায় হকির সঙ্গে সম্পৃক্ত অভিজ্ঞমহল মনে করেন এর ফলে ঘরোয়া হকি আবার প্রাণবন্ত হয়ে উঠবে।

Rent for add