নিজস্ব প্রতিবেদক : ১ এপ্রিল ২০২৩, শনিবার, ০:৩৫:৪১
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে ৩১ মার্চ শিরোপা প্রত্যাশী হকি ঢাকা ইউনাইটেড ও ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব নিজ নিজ খেলায় জয় পেয়েছে। দুটি খেলাই মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
হকি ঢাকা ৫ : ০ ওয়ান্ডারার্স
শিরোপা প্রত্যাশী হকি ঢাকা ইউনাইটেড ৫-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। এই জয়ে তারা ৭ খেলায় ৬ জয় ও এক ড্র নিয়ে ১৯ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয়স্থানে রয়েছে। অপর শিরোপা প্রত্যাশী ঊষা ক্রীড়া চক্র ৮ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে।
ওয়ান্ডারার্সের বিপক্ষে শুরু থেকেই দারুণ খেলেছে হকি ঢাকা। ১৩ মিনিটে সাঙরাজ সিংয়ের গোলে এগিয়ে যায় (১-০)। এরপর ১৭ মিনিটে আলিম ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। অপর তিন গোল ২, ২৯ ও ৪৭ মিনিটে করেন যথাক্রমে প্রিতম, লালন ও তাওহিদ।
ব্যাচেলার্স ৩ : ০ রায়ের বাজার
ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে রায়েরবাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। পাভেল ৮ ও ৫৬ মিনিটে গোল দুটি গোল করেন। তবে ৩৩ মিনিটে গোল করেন সোহেল।
Rent for add