• ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছে ঊষা ; ইশরাত-সাকিল-সৌরভের হ্যাটট্রিক

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছে ঊষা ক্রীড়া চক্র। আজ (৩০ মার্চ) টানা অষ্টম জয়ে পুরনো ঢাকার এই দলটি কাঙ্খিত গন্তব্যের আরো কাছাকাছি পৌঁছে গেলো। সামনে তাদের আরো দুটি ম্যাচ রয়েছে। তাতে একটিতে জয় আর একটিতে ড্র পেলেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার বিভাগ হকি লিগে জায়গা করে নেবে।

ঊষা ৬ : ০ পিডব্লিউডি
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় ইশরাত ইখতিদারের হ্যাটট্রিকের উপর ভর করে ঊষা ক্রীড়া চক্র ৬-০ গোলে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। ম্যাচের ৪৯, ৫১ ও ৫৯ মিনিটে গোল করে হ্যাটট্রিকপূর্ণ করেন ইখতিদার। এছাড়া হাবিব হোসেন, দেবাশীষ রায় ও দ্বীন ইসলাম একটি করে গোল করেন।

মুক্তবিহঙ্গ ১০ : ১ ফরাশগঞ্জ
সাকিল-সৌরভের হ্যাটট্রিকে দিনের প্রথম ম্যাচে মুক্তবিহঙ্গ তরুণ সংঘ ১০-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। সাকিল খেলার ২, ৫৩, ৫৪ ও ৫৬তম মিনিটে গোল করে হ্যাটট্রিকসক ৪ গোল করেন। তবে ম্যাচের ২০, ৪২ ও ৫২ মিনিটে গোল করে হ্যাটট্রিক করে মুক্তবিহঙ্গের আরেক খেলোয়াড় সৌরভ। এছাড়া মুক্তবিহঙ্গের ইয়াসিন, লরিক ও মাসুম একটি করে গোল করেন। ফরাশগঞ্জের হয়ে ম্যাচে শান্তনাসূচক গোল করেন সোহেল।

উল্লেখ্য ঊষা ক্রীড়া চক্র টানা ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। হকি ঢাকা ইউনাইটেড ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান করছে। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে মুক্তবিহঙ্গ তরুণ সংঘ।

Rent for add