নিজস্ব প্রতিবেদক : ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ২০:৩৩:৫২
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে একের পর এক জিতেই চলেছে শিরোপা প্রত্যাশী ঊষা ক্রীড়া চক্র। এ নিয়ে টানা সাত জয়ে পুরনো ঢাকার দলটি এককভাবে শীর্ষে রয়েছে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ (২৮) মঙ্গলবার দিনের প্রথম খেলায় ঊষার প্রতিপক্ষ ছিল ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব।একতরফাভাবে এ ম্যাচে তারা ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচের তিন কোয়ার্টারেই গোলের দেখা পেয়েছেন জয়ী দলের খেলোয়াড়রা। ৫ মিনিটে জাতীয় দলের সাবেক খেলোয়াড় জাহিদুল ইসলাম রাজনের গোলে এগিয়ে যায় ঊষা (১-০)। এরপর ১৩ মিনিটে তৈয়ব আলী ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। ২৭ মিনিটে ঊষার পক্ষে তৃতীয় গোল করেন সাগর (৩-০)। জয়ী দলের অপর দুটি গোল করেন ২৯ ও ৩৬ মিনিটে যথাক্রমে দেবাশীষ (৪-০) ও ভগত সিং ধিলন (৫-০)।
ব্যাচেলার্সের সোহেল অবশ্য ৪৮ মিনিটে একটি গোল করেন (৫-১)। এ গোলে ব্যবধান কমেছে কিন্তু পরাজয় ঠেকানো সম্ভব হয়নি।
এদিকে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয় পিডব্লিউডি। শুরুতে গোল করে এগিয়ে থেকেও ম্যাচের শেষ দিকে পর পর দুই গোল খেয়ে কপাল পুড়ে ওয়ান্ডারার্সের।
ম্যাচের ১৭ মিনিটে রওনাকের গোলে এগিয়ে যায় ওয়ান্ডারার্স (১-০)। ৩৪ মিনিটে অনিকের গোলে সমতায় ফেরে পিডব্লিউডি (১-১)। এরপর দুদলই গোলের চেষ্টা চালাতে থাকে। ৫৪ মিনিটে জাহিদের গোলে ব্যবধান (১-২) বাড়িয়ে নেয় পিডব্লিউডি। এরপর ৫৮ মিনিটে মেহেক দ্বীপের গোল (১-৩) হারের শেষ পেরেকটি ঠুকে দেয় ওয়ান্ডারার্সের কফিনে।
Rent for add