• ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

হকি ঢাকাকে রুখে দিলো পিডব্লিউডি

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে শিরোপা প্রত্যাশী হকি ঢাকা ইউনাইটেডকে ২-২ গোলে রুখে দিয়েছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। অন্যদিকে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাবের মধ্যেকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আজ (২৬ মার্চ) রোববার দুটি ম্যাচই মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ০ : ০ ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব
দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব। ম্যাচটি গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগিতে মাঠ ছাড়েন দুদলের খেলোয়াড়। তবে ম্যাচে দুদলই গোল করার বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়দের লক্ষ্যভ্রষ্ট শটে কোনো দলই গোলের মুখ দেখেনি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়।

হকি ঢাকা ইউনাইটেড ২ : ২ পিডব্লিউডি স্পোর্টস ক্লাব
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করেছে হকি ঢাকা ইউনাইটেড ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি শিরোপা প্রত্যাশী দলটি। দুই কোয়ার্টারে দুই গোল করে শুরুতেই এগিয়ে যায় হকি ঢাকা।

৬ মিনিটে হকি ঢাকার ভারতীয় খেলোয়াড় জাসলাল সিং পেনাল্টি কর্নার থেকে দারুণ এক গোল করে হকি ঢাকাকে ১-০ গোলে এগিয়ে নেন। এরপর ২৮ মিনিটে শুভ কুমারের গোলে ব্যবধান দ্বিগুণ করে হকি ঢাকা (২-০)।

প্রথম দুই কোয়ার্টারে পিছিয়ে থাকা পিডব্লিউডির খেলোয়াড়রা এরপরই যেন জেগে ওঠেন। ৩২ মিনিটে শাহিনের গোলের ব্যবধান ১-২ নামিয়ে আনে পিডব্লিউডি। এরপর ৪৭ মিনিটে রনির দারুণ এক ফিল্ড গোলে ২-২ সমতায় ফেরে পিডব্লিউডি।

Rent for add