• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ঊষার জয়ে বিফলে গেলো আকাশের হ্যাটট্রিক

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে আজ ২৫ মার্চ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ঊষা ক্রীড়া চক্রের জয়ের দিনে প্রতিপক্ষ কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব হেরে যাওয়ায় দলের হয়ে আকাশের হ্যাটট্রিক বিফলে গেলো। অপরদিকে রিমনের হ্যাটট্রিকে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব শান্তিনগর স্পোর্টিং ক্লাবকে গোলের বন্যায় ভাসিয়েছে।

ঊষা ক্রীড়া চক্র ৫ : ৪ কম্বাউন্ড স্পোর্টিং ক্লাব
কম্বাউন্ড স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিততে রীতিমতো ঘাম ঝরিয়েছে লিগ টেবিলের শীর্ষ দল ঊষা ক্রীড়া চক্র। ম্যাচে শেষ পর্যন্ত ঊষা ৫-৪ গোলে জয় পেলেও বৃষ্টিবাধার মুখে পড়তে হয়। এমনকি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দুদলের খেলোয়াড়দের বাকবিতন্ডায়ও জড়াতে দেখা যায়। ফলে ম্যাচ শেষ হতে বেশ দেরি হয়।

ঊষার বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেন কম্বাইন্ডের আকাশ। তারপরও দলের পরাজয় ঠেকাতে পারেননি তিনি। ম্যাচের ৭, ১৬ ও ২৫ মিনিটে গোল করে হ্যাটট্রিকপূর্ণ করেন আকাশ। কম্বাইন্ডের হয়ে চতুর্থ গোল করেন সজিব। তবে জয়ী দল ঊষার পক্ষে অবশ্য কেউ হ্যাটট্রিক না করলেও ইশরাত ইকতিয়ার জোড়া গোল করেন। ম্যাচের ৪ এবং ১০ মিনিটে গোল দুটি করেন ইশরাত। এছাড়া ঊষার হয়ে ম্যাচের ৮ মিনিটে তৈয়ব আলী, ১৪ মিনিটে তানভীর রহমান এবং ২২ মিনিটে দ্বীন ইসলাম একটি করে গোল করেন। এ জয়ে ৬ ম্যাচে ৬টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ঊষা।

ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ১২ : ০ শান্তিনগর স্পোর্টিং ক্লাব
রিমনের হ্যাটট্রিকে শান্তিনগর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। একতরফার এ ম্যাচে ফরাশগঞ্জ ১২-০ গোলে শান্তিনগরকে পরাজিত করে।

রিমনের হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় আব্দুল্লাহ পিরুর শিষ্যরা। ম্যাচে হ্যাটট্রিকসহ ৪ গোল করেন রিমন। তিনি ম্যাচের ৩৭, ৪৩, ৪৪ ও ৫০ গোল করেন। এছাড়া সারতাজ ও মোহন জোড়া গোল করেন।

 

Rent for add