• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

হাবিবের হ্যাটট্রিকে ঊষার বিশাল জয়

হাবিব হোসেনের হ্যাটট্রিকে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে বিশাল জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ২৩ মার্চ দিনের প্রথম ম্যাচে শিশু-কিশোর সংঘের মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের শীর্ষ দল ঊষা। ম্যাচটি ৮-১ গোলের বড় ব্যবধানে জিতে নেন মামুন-উর-রশিদের শিষ্যরা। এ নিয়ে লিগে টানা পঞ্চম জয়ের দেখা পেল ঊষা। ম্যাচ জেতাতে দারুণ ভূমিকা রাখেন হাবিব।

খেলার ১৯, ৪৩ ও ৫৮ মিনিটে গোল করে হ্যাটট্রিকপূর্ণ করেন হাবিব। এছাড়া ঊষার পক্ষে হুজাইফা হোসেন (১ ও ৪০ মিনিটে) ও ইশরাত ইকতিয়ার (২১ ও ২৮ মিনিটে) জোড়া গোল করেন। জয়ী দলের হয়ে অপর গোল করেন তৈয়ব আলী (১৬তম মিনিটে)। শিশু-কিশোরের পক্ষে সান্ত্বনাসূচক একমাত্র গোল করেন শিমুল (৪২তম মিনিটে)। লিগের প্রথম ম্যাচ থেকেই প্রতিপক্ষের জালে গোলবন্যা বইয়ে দিচ্ছেন ঊষার খেলোয়াড়রা। প্রথম ৪ ম্যাচে একটিও গোল হজম করেননি ঊষার গোলরক্ষক অসীম গোপ। শিশু-কিশোর সংঘই প্রথম দল যারা ঊষার জালে একটি গোল পুরতে এখন পর্যন্ত সমর্থ হয়েছে।

দিনের প্রথম ম্যাচটি একতরফা হলেও অপর ম্যাচটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতার্পূণ। কম্বাইন্ডের বিপক্ষে শুরুতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার জুটেছে ঢাকা ওয়ান্ডারার্সের ভাগ্যে। খেলার প্রথম দুই কোয়ার্টার ছিল গোলশূন্য। তৃতীয় কোয়ার্টারের ৩৩ মিনিটে রাবনের গোলে এগিয়ে যায় ওয়ান্ডারার্স ১-০। গোল পরিশোধে মরিয়া কম্বাইন্ড ম্যাচে ফেরে ৫০তম মিনিটে। দারুণ এক ফিল্ড গোলে দলকে সমতায় ফেরান কম্বাইন্ডের রাজিব (১-১)। ৫৪ মিনিটে পিসি পায় কম্বাইন্ড। পিসি থেকে গোল করে কম্বাইন্ডকে এগিয়ে নেন শুভ শেখ (১-২)। শুভর দেয়া গোলই শেষ পর্যন্ত দু’দলের জয়-পরাজয়ে পার্থক্য গড়ে দেয়।

Rent for add