• ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫

হকি ঢাকার কাছে কম্বাইন্ডের হার, ওয়ান্ডারার্স-শিশুকিশোরের ড্র

গ্রিন ডেল্টা ইন্সুরেন্স প্রথম বিভাগ হকি লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে হকি ঢাকা ইউনাইটেড। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ২১ মার্চ কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবকে হারানোর মধ্য দিয়ে লিগে টানা চতুর্থ জয় তুলে নিল দলটি। কম্বাইন্ডকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে হকি ঢাকা।

ম্যাচের ৬ মিনিটে লালনের গোলে এগিয়ে যায় হকি ঢাকা। তবে সমতায় ফিরতে দেরি করেনি কম্বাইন্ড। শিবনাথের গোলে ম্যাচের ১০ মিনিটে ব্যবধান ১-১ করে কম্বাইন্ড। ২১ মিনিটে আবারো এগিয়ে যায় হকি ঢাকা। মিঠুর গোলের ব্যবধান ২-১ করে দলটি। এরপর ৩৬ মিনিটে আলিম এবং ৪১ মিনিটে মোস্তাকের গোলে ব্যবধান আরো ৪-১- এ নিয়ে যায় হকি ঢাকা ইউনাইটেড। ৪৬ মিনিটে কম্বাইন্ডের রাকিব গোল করে ব্যবধান ৪-২ গোলে নামিয়ে আনেন। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ৪-২ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে হকি ঢাকা ইউনাইটেড।

এদিকে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়েন ঢাকা ওয়ান্ডারার্স ও শিশু কিশোর সংঘের খেলোয়াড়রা। দুটি গোলই হয় ম্যাচের চতুর্থ তথা শেষ কোয়ার্টারে। ম্যাচের ৪৭ মিনিটে ইসমাইলের গোলে এগিয়ে যায় শিশু কিশোর (১-০)। ৫২ মিনিটে ওয়ান্ডারার্সের অধিনায়ক জাতীয় দলের সাবেক খেলোয়াড় সৈয়দ ইকবাল নাদির প্রিন্সের গোলে সমতায় ফেরে দল। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ড্রয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়ে দুদল।

Rent for add