নিজস্ব প্রতিবেদক : ২৪ মার্চ ২০২৩, শুক্রবার, ০:১০:৩১
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে ঊষা ক্রীড়া চক্রের জয়রথ চলছেই। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ২০ মার্চ লিগে নিজেদের টানা চতুর্থ জয় তুলে নেয় দলটি। মুক্তবিহঙ্গ তরুণ সংঘকে ৭-০ গোলে পরাজিত করে ঊষা। এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রাখল তারা। লিগে এখন পর্যন্ত ঊষার জালে কোনো দল গোল দিতে পারেনি। উল্টো ৪ ম্যাচে প্রতিপক্ষের জালে ৩৫টি গোল পুরেছেন ঊষার খেলোয়াড়রা।
ঊষা মুক্তবিহঙ্গের বিপক্ষে ম্যাচের ২২ মিনিটে গোলমুখ খুলতে সমর্থ হয়। আকিব জাবেদের গোলে ১-০ তে এগিয়ে যায় দলটি। এরপর ঊষার হয়ে ম্যাচের ২৫ মিনিটে হাসান, ২৭ মিনিটে হাবিব, ২৯ মিনিটে তৈয়ব, ৩৩ মিনিটে ইকতিদার, ৪৩ মিনিটে হাসিন এবং ৫১ মিনিটে ইব্রাহিম একটি করে গোল করেন।
এদিকে দিনের অপর ম্যাচে লিগে নিজেদের প্রথম ম্যাচের দেখা পেয়েছে রায়েরবাজার স্পোর্টিং ক্লাব। শান্তিনগর স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করেছে দলটি। ম্যাচের ৫ মিনিটে তিলকের গোলে এগিয়ে যায় রায়ের বাজার (১-০)। ৩৮ মিনিটে বেলায়েতের গোলে ব্যবধান দ্বিগুণ করে (২-০)। ম্যাচের বাকি গোল হয় ৪৪ ও ৫৫ মিনিটে। গোল দুটি করেন রায়ের বাজারের উল্লাস ও নাহিন।
Rent for add