• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

অনিলের হ্যাটট্রিকে পিডব্লিউডির বড় জয়

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে বড় জয় পেয়েছে পিডব্লিউডি ও হকি ঢাকা ইউনাইটেড।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ১৯ মার্চ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় হকি ঢাকা ইউনাইটেড ও শিশু কিশোর সংঘ। ম্যাচটি ৪-০ গোলের ব্যবধানে জেতে হকি ঢাকা। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে টার্ফে নামে পিডব্লিউডি। কম্বাইন্ডের বিপক্ষে ম্যাচটি ৪-০ গোলের ব্যবধানে জিতে জয়ের আনন্দে মাঠ ছাড়েন পিডব্লিউডির খেলোয়াড়রা। অনিলের হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় দলটি।

শিশু কিশোর সংঘের বিপক্ষে ম্যাচের প্রথম কোয়ার্টারে ২-০ তে এগিয়ে যায় হকি ঢাকা ইউনাইটেড। ৬ মিনিটে আলীম এবং ম্যাচের ১০ মিনিটে প্রিতমের গোলে ব্যবধান দ্বিগুণ করে হকি ঢাকা। পিছিয়ে পড়ে গোল পরিশোধের চেষ্টা চালায় শিশু কিশোর। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলমুখ খুলতে পারেনি। উল্টো ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আরো দুটি গোল হজম করে। ২৫ ও ৪৪ মিনিটে জোড়া গোল করে দলের ব্যবধান ৪-০ তে নিয়ে যান হকি ঢাকার খেলোয়াড় তাওহীদ।

দিনের দ্বিতীয় ম্যাচে অনিলের হ্যাটট্রিকে কম্বাইন্ড এসসির বিপক্ষে ৪-০ গোলের দারুণ এক জয় নিজেদের ঘরে তোলে পিডব্লিউডি। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন অনিল। এরপর ম্যাচের ২২ ও ৫৬ মিনিটে আরো দুটি গোল করে নিজের হ্যাটট্রিকপূর্ণ করেন। পিডব্লিউডির হয়ে অপর গোল করেন জাহিদ (২৯ মিনিটে)।

তবে ম্যাচ দুটি শুরুর আগে হকি খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদের মাতা মমতাজ বেগমের মৃত্যুতে এক মিনিট করে নীরবতা পালন করেন। এছাড়া বাংলাদেশ হকি ফেডারেশন সাধারণ সম্পাদক সাঈদের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবার্তা পাঠায়।

Rent for add