• ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫

রুমানের গোলে কম্বাইন্ডের জয়

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে ১৭ মার্চ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মুখোমুখি হয় কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ও ব্যাচেলর স্পোর্টিং ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জয়ের আনন্দে মাঠ ছাড়েন কম্বাইন্ডের খেলোয়াড়রা।

ম্যাচের প্রথম তিন কোয়ার্টারই ছিল গোলশূন্য। চতুর্থ তথা শেষ কোয়ার্টারও গোলশূন্য ম্যাচের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ম্যাচের সব হিসাব-নিকাষ পাল্টে দেন কম্বাইন্ডের রুমান। ৫৬ মিনিটে দারুণ এক ফিল্ড গোল করে দলটিকে পূর্ণ পয়েন্ট এনে দেন রুমান।

ম্যাচের শুরু থেকেই চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। দুদলই বেশ কয়েকটি পেনাল্টি কর্নার (পিসি) আদায় করে নেয়। কিন্তু পিসি থেকে কোনো দলই সুবিধা আদায় করতে পারেনি।

১৮ মার্চ লিগের বিরতি দিন।

Rent for add