• ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওমানকে পেলো বাংলাদেশ

শিরোপা প্রত্যাশী বাংলাদেশ এএইচএফ কাপ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। আজ (১১ জানুয়ারি) বুধবার প্রথম সেমিফাইনালে তারা ৩-০ গোলে থাইল্যান্ডকে পরাজিত করে। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে ওমান হারিয়েছে উজবেকিস্তানকে। ফলে আগামীকাল (১২ জানুয়ারি) বৃহস্পতিবার বাংলাদেশ-ওমান শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে।

ওমানের সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে ফাইনালে উঠার লড়াইয়ে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একচেটিয়ে আধিপত্যে বিস্তার করে খেললেও গোল পেতে বেশ কাঠখড় পোহাতে হয়েছে।

প্রথমার্ধ গোল শূন্য ছিল। যদিও এ সময় একাধিক গোলের সুযোগ নষ্ট করে লাল-সবুজ পতাকাধারীরা। বিশেষ করে থাইল্যান্ডের রক্ষণভাগের দৃঢ়তায় বাংলাদেশকে গোল পেতে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়।

শেষ পর্যন্ত চতুর্থ কোয়ার্টারে এসে গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। ৪৮ মিনিটে মো. জীবন, ৫৬ মিনিটে মো. হোসাইন ও ৫৮ মিনিটে মো. হাসান গোল করলে সহজ জয় নিশ্চিত হয়।

যদিও সেমিফাইনালে উঠে বাংলাদেশ এশিয়ান জুনিয়র কাপে খেলার যোগ্যতা অর্জন করে।

উল্লেখ্য এ আসরে বাংলাদেশ সবশেষ ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।

Rent for add