নিজস্ব প্রতিবেদক : ২৭ নভেম্বর ২০২২, রবিবার, ২৩:০৫:১৮
২৭তম জাতীয় যুব হকি টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব আগামীকাল সোমবার থেকে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে।
বাছাই পর্ব থেকে উঠে আসা ১৮টি দল এতে অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে বিকেএসপি, ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, যশোর, পটুয়াখালী, ফরিদপুর, মানিকগঞ্জ, খুলনা, চুয়াডাঙ্গা, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজশাহী ও নাটোর।
আগামীকাল ২৮ নভেম্বর সোমবার উদ্বোধনী দিনে সকাল ১০টায় কক্সবাজার জেলা ও কুমিল্লা জেলা, বেলা ১২টায় ঠাকুরগাঁও জেলা ও ময়মনসিংহ জেলা, দুপুর ২টায় বিকেএসপি ও মানিকগঞ্জ জেলা পরস্পরের সঙ্গে মোকাবেলা করবে।
Rent for add