• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

প্রথম দিনেই ঘর গুছালো শিরোপা প্রত্যাশী ঊষা ক্রীড়া চক্র

গ্রিন ডেন্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগের দলবদল আজ সোমবার থেকে বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যালয়ে শুরু হয়েছে।

চারদিনব্যাপী খেলোয়াড়দের ক্লাব বদলের প্রথম দিনেই ঘর গুছিয়ে নিয়েছে শিরোপা প্রত্যাশী ঊষা ক্রীড়া চক্র, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, ঢাকা ইউনাইটেড, কম্বাইন্ড, বাংলাদেশ রেলওয়ে, রায়েরবাজার ক্লাব, ব্যাচেলার্স ও পিডব্লিউডি।

দলবদলের প্রথম দিনে লিগ কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ডিসি মতিঝিলের প্রতিনিধি এসি পেট্রল মামুন, বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি জাকি আহমেদ রিপন, কোষাধ্যক্ষ ও লিগ কমিটির সম্পাদক হাজী মো. হুমায়ুন, তাহের লতিফ মুন্না, জামিল আবদুল নাসের, জাফরুল আহসান বাবুল, জহিরুল ইসলাম মিতুল প্রমুখ।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ হকিবাংলাদেশডটকমকে বলেন, এই দলবদল আগামী ২৪ নভেম্বর রাত ৮টা পর্যন্ত চলবে। এক প্রশ্নে তিনি জানান, ১২টি দল এ বছর অংশ নিচ্ছে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রথম বিভাগ হকি লিগ মাঠে গড়াবে।

Rent for add