• ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ফাইনালে দর্শকের ঢল

ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দর্শকদের ঢল নেমেছিল। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে উত্তর-দক্ষিণ গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ। মাঠে উপস্থিত দর্শকরা এদিন প্রাণবন্ত একটি ফাইনাল খেলা উপভোগ করেন।

চরম নাটকীয়তায় ভরপুর এ ম্যাচে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম শিরোপা জিতে নেয় একমি চট্টগ্রাম। ফাইনালে তারা শুটআউটে ৪-৩ গোলে হারায় সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মাকে। নির্দিষ্ট সময়ে ম্যাচটি অবশ্য ২-২ গোলে ড্র ছিল।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে দু’ দু’বার লিড নিয়েও মোনার্ক শিরোপা জয় করতে পারেনি। উল্টো দু’ দু’বার পিছিয়ে থেকেও দারুণভাবে খেলায় ফিরে একমি এবং শেষ চমক হিসেবে শুটআউটের মাধ্যমে শিরোপা ঘরে তোলার কৃতিত্ব দেখায়।

ফ্র্যাঞ্চাইজি হকির মাধ্যমে অনেক দিন পর দর্শকরা মাঠে ফিরতে শুরু করে। এ আসর চলাকালীন কমবেশি অনেক দর্শকই মাঠে এসে ম্যাচ উপভোগ করেন। তবে ফাইনালে ছিল সবচেয়ে বেশি দর্শক।

জনপ্রিয় বাংলা লোকগানের সংগীত শিল্পী মমতাজ বেগম ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল উপলক্ষে তার জনপ্রিয় গান পরিবেশন করে দর্শক হ্নদয় জয় করেন।

 

 

 

 

Rent for add