• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

কার ঘরে উঠবে আজ প্রথম শিরোপা

একমি চট্টগ্রাম ও মোনার্ক মার্ট পদ্মার ফাইনাল ম্যাচ দিয়ে আজ ১৭ নভেম্বর বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নামতে যাচ্ছে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী এ ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এবং টি-স্পোর্টস ও টি-স্পোর্টস ইউটিউব চ্যানেল মাঠ থেকে তা সরাসরি সম্প্রচার করবে।

ফাইনালে মুখোমুখি হওয়ার আগে গতকাল ১৬ নভেম্বর বুধবার এক সাংবাদিক সম্মেলনে মোনার্ক মার্ট পদ্মার অধিনায়ক ইমরান হাসান পিন্টু ও একমি চট্টগ্রামের অধিনায়ক রেজাউল করিম বাবু উভয়ে শিরোপা জয়ের আশা ব্যক্ত করেছেন।

তবে ঘরোয়া হকির ইতিহাসে ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম শিরোপা কার ঘরে উঠবে- এ নিয়ে চলছে নানারকম জল্পনা-কল্পনা।

শিরোপা নির্ধারণী এই ম্যাচটি নিয়ে হকি অঙ্গন এখন দু’ ভাগে বিভক্ত। এক পক্ষ বলছে একমি চট্টগ্রাম, অপর পক্ষ বলছে মোনার্ক মার্ট পদ্মা চ্যাম্পিয়ন হবে।

কিন্তু যে যাই বলুক- এর উত্তর পাওয়া যাবে একমি চট্টগ্রাম আর মোনার্ক মার্ট পদ্মার ফাইনাল ম্যাচ শেষে।

 

Rent for add