• ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

মেট্রোকে হারিয়ে লড়াইয়ে টিকে থাকলো মোনার্ক

ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র প্রথম ইলিমিনেটর ম্যাচে মেট্রো এক্সপ্রেস বরিশালকে হারিয়ে দিয়ে লড়াইয়ে টিকে থাকলো মোনার্ক মার্ট পদ্মা।

এর ফলে আগামীকাল ১৫ নভেম্বর দ্বিতীয় ইলিমিনেটর ম্যাচে মোনার্ক মার্ট পদ্মা রুপায়ণ সিটি কুমিল্লার মোকাবেলা করবে। ম্যাচটি সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাঠে গড়াবে। এই ম্যাচের বিজয়ী দল আগামী ১৭ নভেম্বর একমি চট্টগ্রামের সঙ্গে ফাইনালে মোকাবেলা করবে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ সোমবার রাতে ম্যাচের শুরুতে মেট্টো এক গোলের লিড নিয়ে পরে দুই গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ৪ মিনিটে মালয়েশিয়ান খেলোয়াড় ফিতরে বিন সারির গোলে মেট্টো ১-০ গোলে এগিয়ে যায়।

কিন্তু ম্যাচে ফিরতে মোনার্ক খুব একটা সময় নেয়নি। গোল খাওয়ার মাত্র ৭ মিনিটে সমতায় ফেরে। ম্যাচের ১১ মিনিটে জাপানের মিআ তানিমিতসুর দলকে ১-১ গোলের সমতায় নিয়ে আসেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে প্রথম কোয়ার্টারে দল দুটি গোলের দেখা পেলেও দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কোন দলই কেউ কারো থেকে গোল আদায় করতে পারেনি। এমনকি চতুর্থ কোয়ার্টারও চলছিল সমানতালে। মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের পথে হাঁটছিল।

তবে ম্যাচের শেষ বাঁশি বাজার এক মিনিট আগে মিআ তানিমিতসুর জয়সূচক ২-১ গোলে মোনার্ককে লড়াইয়ে টিকিয়ে রাখে।

 

 

Rent for add