• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সাইফকে আবারো হারালো মোনার্ক

ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র ফিরতি ম্যাচেও তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মা ২-১ গোলে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনাকে হারালো। এর আগে প্রথম দেখায় পদ্মা ৬-৩ গোলে হারিয়েছিল খুলনাকে।

আজ বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটে মরিস ফ্রেই ফিল্ড গোল করে সাইফকে ১-০ গোলে এগিয়ে নেন।

কিন্তু ১৯ মিনিটে কিরান গোভাসের ফিল্ড গোল থেকে মোনার্ক ১-১ গোলে সমতায় ফেরে।

তবে ৫৩ মিনিটে আল নাহিয়ান শুভর ফিল্ড গোলের সু্বাদে ২-১ গোলে মোনার্ক জয় নিয়ে মাঠ ছাড়ে।

উল্লেখ্য ৯ ম্যাচ শেষে মোনাক ১৫ পয়েন্ট এবং সাইফ ৯ পয়েন্ট সংগ্রহ করেছে।

Rent for add