নিজস্ব প্রতিবেদক : ৯ নভেম্বর ২০২২, বুধবার, ২০:৪৭:৩৫
ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’তে টানা তৃতীয় জয় পেয়েছে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা। আজ বুধবার সন্ধ্যায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে তারা ৩-১ গোলে রূপায়ণ সিটি কুমিল্লাকে পরাজিত করে।
জয়ী দলের অস্ট্রিয়ান মরিস ফ্রেই একাই করেন দুই গোল। অপর গোল করেন তানজীম আহমেদ। বিজিত দলের কোরিয়ান খেলোয়াড় কিম সুং ইয়োব একটি গোল পরিশোধ করেন।
এ জয়ে কোয়ালিফায়ারের স্বপ্ন এবং আশা আরো জোরালো করেছে সাইফ। ৮ ম্যাচ শেষে দলটির সংগ্রহ এখন ৯ পয়েন্ট। তবে সমানসংখ্যক ম্যাচে রূপায়ণের সংগ্রহ ১৩ পয়েন্ট।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচের ৫১ মিনিটে তানজীম আহমেদের গোলে লিড নেয় খুলনা। রাজু আহমেদ তপুর পাস থেকে অসাধারণ কানেক্টে বল রূপায়ণের জালে জড়িয়ে দেন তানজীম। ৮ ম্যাচে তানজীমের এটি পঞ্চম গোল। ম্যাচের অপর দুটি গোল করেন মরিস ফ্রেই ম্যাচের ৫৮ ও ৫৯ মিনিটে।
রূপায়ণের কোরিয়ান কিম সুং ইয়োব ৫৪ মিনিটে একটি গোল শোধ করেন। পেনাল্টি স্ট্রোক থেকে এ গোল করেন ইয়োব।
Rent for add