• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

জয়ে ফিরেছে একমি চট্টগ্রাম

ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগের দিন ম্যাচের অন্তিম মুহূর্তে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মার কাছে ৪-৩ গোলে হেরেছিল একমি চট্টগ্রাম। তবে মঙ্গলবার সন্ধ্যায় তারা ৩-২ গোলে রূপায়ণ সিটি কুমিল্লাকে হারিয়ে জয়ে ফিরেছে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ৭ মিনিটে হাসান যুবায়ের নিলয়ের গোলে একমি ১-০ গোলে এগিয়ে যায়। এরপর ২৯ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ (২-০) করেন ভারতীয় তারকা খেলোয়াড় দেবিনান্দার বাল্মিকি।

তবে দুই গোলে পিছিয়ে থাকা রূপায়ণের হয়ে অধিনায়ক সোহানুর রহমান সবুজ ৩০ মিনিটে একটি গোল (২-১) পরিশোধ করেন।

কিন্তু ৪৩ মিনিটে দেবিনান্দার বাল্মিকির গোলে একমি (৩-১) গোলে এগিয়ে যায়। ৫৭ মিনিটে মিলন হোসেনের গোলে রূপায়ণ পরাজয়ের (৩-২) ব্যবধান কমিয়ে আনেন।

Rent for add