• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

রূপায়ণ সিটির দাপুটে জয়

মেট্টো এক্সপ্রেস বরিশালের বিপক্ষে ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র গুরুত্বপূর্ণ ম্যাচে রূপায়ণ সিটি কুমিল্লা দাপুটে জয় পেয়েছে।

এ জয়ের ফলে রূপায়ণ সিটি কুমিল্লা এখন একমি চট্টগ্রামের সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। ৬ ম্যাচে উভয় দলের সংগ্রহ ১৩ পয়েন্ট।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার রাতে একতরফার এ ম্যাচে কুমিল্লা ৪-১ গোলে বরিশালকে পরাজিত করে। বিজয়ী দল এক সময় ৩-০ গোলে এগিয়ে ছিল।

তবে খেলা মাঠে গড়ানোর আগে সবার ধারণা ছিল কুমিল্লা-বরিশাল ম্যাচ উত্তাপ ছড়াবে। কিন্তু শুরু থেকে কুমিল্লার দাপুটের সামনে বরিশাল ঠিক মতো দাঁড়াতেই পারছিল না। ফলে তাদের গোল পেতে খুব বেশি সময় লাগেনি।

রূপায়ণ সিটি কুমিল্লার হয়ে ১১ ও ১৮ মিনিটে জোড়া গোল করেন মিলন হোসেন। এছাড়া ২৮ মিনিটে মালয়েশিয়ান খেলোয়াড় কিম সুং এবং ৫৬ মিনিটে অধিনায়ক সোহানুর রহমান সবুজ গোল করেন।

তবে ২৮ মিনিটে মেট্টো এক্সপ্রেস বরিশালের হয়ে একটি গোল পরিশোধ করেন মালয়েশিয়ান খেলোয়াড় ফিতরে বিন সারি।

 

Rent for add