• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

মেট্টো এক্সপ্রেসের দাপুটে জয়

ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম শিরোপা প্রত্যাশী মেট্টো এক্সপ্রেস বরিশাল দাপুটে জয় পেয়েছে। সোমবার রাতে তারা ৫-২ গোলে হারিয়েছে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনাকে। এ নিয়ে দলটি টানা দুই জয়ে একমি চট্টগ্রামের সঙ্গে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে খুলনার এটি ছিল টানা দ্বিতীয় পরাজয়।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ফ্লাডলাইটের জ্বলমলে আলোর মতোই বরিশাল-খুলনা আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি প্রাণবন্তু করে তুলেছিল। ২৭ মিনিটের মধ্যে বরিশাল দুটি গোল আদায় করে নিলেও মাত্র ৬ মিনিটের ব্যবধানে গোল পরিশোধ করে সমতায় ফিরেছিল খুলনা।

সবার ধারণা ছিল ম্যাচটি আরো উত্তাপ ছড়াবে। প্রথম তিন কোয়ার্টারে একটা জমজমাট ভাব থাকলেও চতুর্থ কোয়ার্টারে এসে ম্যাচটিকে একপেশে করে তোলে বরিশাল। আর তাতেই খুলনার বিপক্ষে এসেছে বড় ব্যবধানে জয়।

মাঠে বল গড়ানোর মাত্র ১০ মিনিটের মধ্যেই পেনাল্টি স্ট্রোক থেকে মালয়েশিয়ান ফিতরি বিন সারির গোলে মেট্টো এক্সপ্রেস বরিশাল (১-০) এগিয়ে যায়। এরপর ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের ব্যবধান দ্বিগুণ (২-০) করেন মামুনুর রহমান।

তবে দু গোলে পিছিয়ে পড়া সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা অবশ্য তা পরিশোধ করতে খুব একটা সময় নেয়নি। ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে খোরশেদুর রহমান ((১-২) এবং ৩৩ মিনিটে তানজিম আহমেদ ফিল্ড গোল করে দলকে (২-২) সমতায় ফেরান।

ম্যাচটি যখন হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত হতে যাচ্ছিল ঠিক তখনই বরিশাল দারুণভাবে জ্বলসে উঠে তা এক তরফায় পরিণত করে। এ সময় খুলনাকে চাপে রেখে আরো তিন গোল আদায় করে নেয়।

৩৮ মিনিটে ফিল্ড গোল থেকে ফজলে হোসেন রাব্বি (৩-২), ৫৯ মিনিটে ফিল্ড গোল থেকে রোমান সরকার (৪-২) এবং ৬০ মিনিটে আখিমুল্লাহ এসহোক ফিল্ড গোলে (৫-২) বরিশাল বড় জয় নিয়ে মাঠে ছাড়ে।

 

 

Rent for add