• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

শিরোপায় চোখ ৬ অধিনায়কের

রাত পোহালেই মাঠে গড়াতে যাচ্ছে ফ্যাঞ্চাইজিভিত্তিক ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’। ঘরোয়া হকির ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এ আসরে একমি চট্টগ্রাম, মেট্রো এক্সপ্রেস বরিশাল, মোনার্ক মার্ট পদ্মা, রূপায়ন সিটি কুমিল্লা, সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা এবং ওয়ালটন ঢাকা অংশ নিচ্ছে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের নীল টার্ফে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ দলের অধিনায়ক ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’ উম্মোচন করেন। ট্রফি উন্মোচনের পর শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারী প্রতিটি দলের অধিনায়ক।

একমি চট্টগ্রামের অধিনায়ক রেজাউল করিম বাবু বলেন, ‘আমি মনে করি এ টুর্নামেন্টের মাধ্যমে হকির পরিবর্তন সম্ভব।এ থেকে আমাদের একটা ভাল অভিজ্ঞতা হবে। প্রত্যেকটি ম্যাচই হবে হাই ভোল্টেজ ম্যাচ। আমরা চেষ্টা করবো নিজেদের সেরাটা খেলার জন্য। এক প্রশ্নে তিনি জানান, আমরা প্রতিপক্ষের শক্তি-দূর্বল দিকটা নিয়ে পর্যালোচনা করেছি। প্রথমে আমরা ডিফেন্সিভ খেলার চেষ্টা করবো। তারপর আক্রমণ। আমরা সব ম্যাচেই মাঠে নামবো জয়ের লক্ষ্য নিয়ে।’

সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনার অধিনায়ক খোরশেদুর রহমান বলেন, ‘প্রতিটি ম্যাচই আমরা পরিকল্পনা অনুযায়ী খেলবো। কোচ যে ফরমেশনে খেলতে বলবেন আমরা সেই ফরমেটেই খেলবো। তিনি জানান, এই কয়েকদিনের অনুশীলনে খেলোয়াড়দের বোঝাপড়াটা ভাল হয়েছে। আমরা চাইবো সেটাকে শেষ পর্যন্ত ধরে রাখতে।

মোনার্ক মার্ট পদ্মার অধিনায়ক ইমরান হাসান পিন্টু বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি হকির মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে। বিশেষ করে প্রত্যেক দলের জুনিয়র খেলোয়াড়রা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। সিনিয়র খেলোয়াড় ও অতিথি খেলোয়াড় এবং বিদেশি কোচিং স্টাফ থেকে আমরা সবাইই কিছু না কিছু শেখার সুযোগ পাবো।’

ওয়ালটন ঢাকার অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, ‘এ টুর্নামেন্ট অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তিনি জানান, ‘আমরা যখন লিগ খেলি তখন মোহামেডান, আবাহনী, ঊষা ও মেরিনার্স- এই চারটি দল প্রতিদ্বন্দ্বিতায় থাকে। কিন্তু এখানে সব দল সমান, প্রতিটি ম্যাচই হবে হাই ভোল্টেজ ম্যাচ। কারণ, প্রত্যেকটি দলই শক্তিশালী।’

মেট্রো এক্সপ্রেস বরিশালের অধিনায়ক রোমান সরকার বলেন, ‘আমাদের লক্ষ্য সেরা হওয়া। সেভাবেই আমরা প্রস্তুত্তি নিয়েছে। আমাদের সবার ফিজিক্যাল কন্ডিশনই ভাল। আশা করছি মাঠেই আমরা সেটার প্রমাণ দেবো।

রূপায়ন সিটি কুমিল্লার অধিনায়ক সোহানুর রহমান সবুজ বলেন, ‘যে কয়দিন আমরা অনুশীলন করেছি বিকেএসপিতে, আমরা ভাল সুযোগ-সুবিধা পেয়েছি। আমরা আত্মবিশ্বাসী ভাল কিছু করবো। সব দলই সমান শক্তিশালী।’

উল্লেখ্য আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রথম ম্যাচে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা ও একমি চট্টগ্রাম এবং রাত সোয়া ৮টায় রূপায়ন সিটি কুমিল্লা ও সাকিব আল হাসানের মালিকানাধীন দল মোনার্ক মার্ট পদ্মা একে অপরের মোকাবেলা করবে। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বেসরকারী স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস।

Rent for add