নিজস্ব প্রতিবেদক : ২৩ অক্টোবর ২০২২, রবিবার, ২৩:৪২:০৪
ঘরোয়া হকির ইতিহাসে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগভিত্তিক ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’ আর মাত্র চারদিন পরেই মাঠে গড়াতে যাচ্ছে।
৬টি দলের অংশগ্রহণে মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এ আসর। দলগুলো হচ্ছে- ওয়ালটন ঢাকা, একমি চট্টগ্রাম, সাইফ পাওয়ার গ্রুপ খুলনা, রূপায়ন গ্রুপ কুমিল্লা, মোনার্ক মার্ট পদ্মা এবং মেট্রো এক্সপ্রেস বরিশাল।
অংশগ্রহণকারী সবকয়টি দলই শিরোপা জয়ের লক্ষে মাঠে নামতে যাচ্ছে। এর মধ্যে মোনার্ক মার্ট পদ্মা অন্যতম। দলটির টিম মেন্টর হিসেবে যোগ দিয়েছেন হকি কিংবদন্তি শাহবাজ আহমেদ।
শাহবাজ আহমেদকে ফিল্ড হকির ইতিহাসে সেরা ফরোয়ার্ডদের একজন বিবেচনা করা হয়। তিনি ১৯৮৬ সালে পাকিস্তান জাতীয় হকি দলে খেলার সুযোগ পান। পরবর্তী সময়ে জাতীয় দলের অধিনায়ক ছিলেন। তিনি ১৯৯৪ সালে হকি বিশ্বকাপ জয় করেন।
Rent for add