নিজস্ব প্রতিবেদক : ২০ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ১৮:৩৩:২৪
২৭তম জাতীয় যুব হকি টুর্নামেন্টের ৯ ভেন্যুর খেলা শেষে ১৮টি দল চূড়ান্ত পর্বে উঠে এসেছে। দলগুলো হচ্ছে বিকেএসপি, ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, যশোর, পটুয়াখালী, ফরিদপুর, মানিকগঞ্জ, খুলনা, চুয়াডাঙ্গা, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজশাহী ও নাটোর।
দেশের ৯টি ভেন্যু থেকে চূড়ান্ত পর্বে উঠে আসা ১৮টি দল নিয়ে খুব শিগগিরই মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হবে।
বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, আগামী ২৮ অক্টোবর থেকে ঢাকায় ৬টি দল নিয়ে ফ্রাঞ্চাইজিভিত্তিক হকি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে। এ আসর শেষেই জাতীয় যুব হকির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
Rent for add