নিজস্ব প্রতিবেদক : ১৬ অক্টোবর ২০২২, রবিবার, ২১:১৪:০২
আল আরাফা ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি টুর্নামেন্টের চট্টগ্রাম ভেন্যুতে কক্সবাজার জেলা এবং কুমিল্লা ভেন্যুতে স্বাগতিক কুমিল্লা ও সিলেট জেলা চূড়ান্ত পর্বে উঠেছে।
আজ রোববার এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম ভেন্যুর ম্যাচে চট্টগ্রাম বিভাগ ১-০ গোলে ফেনী জেলাকে পরাজিত করেছে। তবে কক্সবাজার জেলা ৩-০ গোলে রাঙামাটি জেলাকে পরাজিত করে ক গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
অপরদিকে কুমিল্লা ভেন্যুতে স্বাগতিক কুমিল্লা জেলা ৭-০ গোলে সুনামগঞ্জ জেলাকে পরাজিত করে ক গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। সিলেট জেলা ৩-০ গোলে হবিগঞ্জ জেলাকে পরাজিত করে খ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
Rent for add