• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

চট্টগ্রাম ভেন্যুর খেলা শুরু

আল আরাফা ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি টুর্নামেন্টের চট্টগ্রাম ভেন্যুর খেলা আজ শনিবার থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে।

উদ্বোধনী দিনে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে নোয়াখারী জেলা কষ্টার্জিত জয় পেয়েছে। তারা ১-০ গোলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে পরাজিত করে।

দিনের অপর ম্যাচে কক্সবাজার জেলা বড় জয় পেয়েছে। তারা হেসে খেলে ৬-২ গোলে স্বাগতিক চট্টগ্রাম জেলাকে হারিয়েছে।

মাঠে খেলা গড়ানোর আগে চট্টগ্রাম ভেন্যুর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মেয়র সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাসিরউদ্দিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের জোনাল হেড মোহাম্মদ আজম, প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলি আব্বাস, বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, হকি কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ এ আদেল, কোষাধ্যক্ষ হাজী মো. হুমায়ুন,সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক ভারপ্রাপ্ত খাজা তাহের লতিফ মুন্না, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।

Rent for add