নিজস্ব প্রতিবেদক : ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার, ৩:১১:১৬
ঘরোয়া হকির ইতিহাসে প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’ জয়ের স্বপ্ন দেখছে মেট্রো এক্সপ্রেস বরিশাল। শিরোপা জয়ের লক্ষে দলটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) একটু আগে-ভাগেই তাদের অনুশীলন শুরু করে দিয়েছে।
মেট্রো এক্সপ্রেসের কর্ণধার রিয়াজুল ইসলাম শুভ বলেন, আমরা শিরোপা জয়ের লক্ষেই দল গড়েছি। আমরা প্রথম আসরটি জিতে হকির ইতিহাসে ঠাঁই পেতে চা্ই।
এক প্রশ্নে তিনি জানান, আমরা প্লেয়ার্স ড্রাফটে কাঙ্খিত প্লেয়ার সংগ্রহ করতে পেরে খুশি। আশা করছি লিগে আমরা প্রত্যাশিত নৈপুন্যে দেখিয়ে কাঙ্খিত গন্তব্যে পৌঁছুতে পারবো।
বর্তমানে সহকারী কোচ জাতীয় হকি দলের সাবেক তারকা মওদুদূর রহমান শুভর তত্বাবধানে বিকেএসপিতে অনুশীলন চলছে। প্রধান কোচ হিসেবে খুব শিগগিরই দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞ কোচ সুয়েং তাই সং দলের সঙ্গে যোগ দেবেন। একই সঙ্গে বিদেশী খেলোয়াড়রাও অল্প সময়ের মধ্যে ঢাকায় এসে পৌঁছুবেন বলে জানা গেছে।
মেট্রো এক্সপ্রেস বরিশাল টিম
খেলোয়াড় : রোমান সরকার (আইকন-দেশী), হুয়ান মার্তিন লোপেজ (আইকন-বিদেশী, আর্জেন্টিনা), অসীম গোপ, ফজলে হোসেন রাব্বি, উ সুং হো (দক্ষিণ কোরিয়া), আখিমুল্লা ইসুক (মালয়েশিয়া), সারোয়ার মোর্শেদ শাওন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, ফিত্রি সারি (মালয়েশিয়া), মোঃ নুরুজ্জামান, শহীদুল হক সৈকত, আজিজুর রহমান, মামুনুর রহমান চয়ন, আসাদুজ্জামান, সাজেদুল ইসলাম, শামিম মিয়া।
প্রধান কোচ : সুয়েং তাই সং (দক্ষিণ কোরিয়া), সহকারী কোচ : মওদুদূর রহমান শুভ (বিকেএসপি), ম্যানেজার : কাজী আবু জাফর তপন।
Rent for add