• ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ওয়ালটনকে শিরোপা উপহার দিতে চান আশরাফুল

ঘরোয়া হকি আগামী ২৮ অক্টোবর থেকে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। প্রথমবারের মতো দেশে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগভিত্তিক হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে ঢাকার স্বত্ত্ব কিনেছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। এই দলের আইকন প্লেয়ার বাংলাদেশ জাতীয় হকি দলের অধিনায়ক আশরাফুল ইসলাম।

হকি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে ১০ অক্টোবর ঢাকা ক্লাবে প্লেয়ার্স ড্রাফট থেকে ওয়ালটন ঢাকা তাদের পছন্দের আইকন বেছে নিয়ে একটি ব্যালেন্সড দল গঠন করেছে। দল সর্ম্পকে নিজের ভাবনাগুলো বলেছেন আশরাফুল ইসলাম।

এক প্রশ্নে তিনি প্রথম আসরের শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো।

প্রশ্ন: আর কয়েক দিন পরেই তো স্বপ্নের চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াচ্ছে। নিজ দলকে কেমন মনে হচ্ছে?
আশরাফুল ইসলাম: আমি মনে করি আমাদের দল যথেষ্ট গোছানো এবং যথেষ্ট ব্যালান্স একটি দল হয়েছে। আমরা যদি ঠিকঠাক মতো খেলতে পারি, ইনশাল্লাহ এই টিম নিয়ে ভাল একটা রেজাল্ট করা সম্ভব।

প্রশ্ন: প্রথমবারের মতো দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে- আপনার অনুভূতি জানতে চাচ্ছিলাম?
আশরাফুল ইসলাম: সত্যি বলতে এটা আমাদের হকি প্লেয়ারদের জন্য স্বপ্নের মতো। আমার কাছেও এটা একটা স্বপ্নের মতো। ক্রিকেটে আইপিএল হয়, বিপিএল হয়। আমরা স্বপ্ন দেখতাম কবে আমাদের হকিতেও এরকম ফ্র্যাঞ্চাইজি লিগ হবে। অবশেষে আমাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার দ্বারপ্রান্তে আমরা। আর্থিক বিষয়টা ম্যাটার না। এবার শুরু হয়েছে। সামনে হয়তো আরো ভালোভাবে হবে। একটা জিনিস শুরু হলেই কিন্তু আস্তে আস্তে ভাল হওয়ার সুযোগ থাকে।

প্রশ্ন: আপনি তো ওয়ালটনের আইকন প্লেয়ার। দলের অন্যতম ভরসাও বটে। একজন আইকন হিসেবে ওয়ালটনকে কতোদূর নিতে চান?
আশরাফুল ইসলাম: আমাদের টিমটা ভাল। আমাদের সবারই আশা থাকবে ভাল কিছু করার। কোচরা আমাদের যেভাবে গাইড করবেন সেভাবেই আমরা ম্যাচ বাই ম্যাচ আগাবো। ফ্র্যাঞ্চাইজি লিগ হকি দিয়ে বাংলাদেশের হকিতে নতুন একটি ইতিহাসের সূচনা হলো। আর নতুন এই ইতিহাসের সূচনার মধ্যে ওয়ালটনকে শিরোপা জিতিয়ে আরেক ইতিহাস গড়তে চাই। এক কথায় বলতে আমরা শিরোপা জিততে চাই ওয়ালটনের হয়ে। চ্যাম্পিয়নশিপের জন্যই খেলবো।

প্রশ্ন: ওয়ালটন ঢাকাকে আপনার কাছে কোন দিকটা বেশি শক্তিশালী মনে হচ্ছে?
আশরাফুল ইসলাম: আধুনিক ও ডিজিটাল হকিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পেনাল্টি কর্নার (পিসি)। ওয়ার্ল্ডের বড় বড় দলগুলোর স্ট্রেন্থই কিন্তু এই ফ্লিক (পেনাল্টি কর্নার)। আমাদের এই দিকটা সত্যিকার অর্থেই ভাল। আশা করি এটা আমরা ভালোভাবে কাজে লাগাতে পারবো এবং এটার সুবিধা আদায় করে নিতে পারবো।

প্রশ্ন: দলের সবল দিকটা তো শুনলাম, কিন্তু আপনার কাছে দলের কোন জায়গাটা বেশি দুর্বল মনে হয়?
আশরাফুল ইসলাম: আমি আগেই বলেছি আমাদের দলটা বেশ ব্যালান্সড হয়েছে। তারপরও দল দেখে আমার মনে হয়েছে মাঝমাঠে আমাদের কিছু দুর্বলতা থাকতে পারে। তবে আমাদের দলে যেসব বিদেশি নেওয়া হয়েছে তাদের মাধ্যমে আশা করি এটা ভালোভাবেই পুষিয়ে নেওয়া যাবে। এছাড়া আমাদের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট, ভালোমানের ডিফেন্স, জাতীয় দলের অন্যতম সেরা গোলরক্ষক, আক্রমণভাগের ভারতের ফরোয়ার্ড— সব মিলিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল হয়েছে।

প্রশ্ন: ড্রাফট থেকে ১৭ জনের বাইরেও একজন খেলোয়াড় সরাসরি সাইনিং করানো যাবে। সেক্ষেত্রে আইকন হিসেবে আপনি কি ধরনের খেলোয়াড় নেওয়ার পরামর্শ দিবেন?
আশরাফুল ইসলাম: অবশ্যই ভাল প্লেয়ার চাইবো এবং আমার মতে এমন খেলোয়াড় নেওয়ার পরামর্শ দিবো তিনি যাতে মধ্যমাঠে ভাল খেলতে পারেন।

 

Rent for add