নিজস্ব প্রতিবেদক : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ৫:৫৩:৩৭
লটারি ভাগ্যে সাইফ পাওয়ার গ্রুপ খুলনা তাদের আইকন (দেশি) খেলোয়াড় হিসেবে পেয়েছে দেশসেরা গোলরক্ষক বিপ্লব কুজুরকে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি লিগ ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি।’ ৬ দলের এবারের আসরে অন্যতম দল শীর্ষ ক্রীড়াবান্ধব কর্পোরেট প্রতিষ্ঠান সাইফ পাওয়ার গ্রুপ। সোমবার রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব ফ্রাঞ্চাইজি হকির প্লেয়ার্স ড্রাফট কার্যক্রম সম্পন্ন হয়। সেখানে সাইফ পাওয়ার গ্রুপ খুলনা তাদের আইকন হিসেবে দলে ভিড়িয়েছেন দিনাজপুরের ছেলে বিকেএসপির সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস খেলোয়াড় বিপ্লবকে।
আইকন হিসেবে দলে অন্তর্ভূক্ত হতে পেরে দারুণ খুশি বিপ্লব। বর্তমান জাতীয় দলের মোট ১৯ জন খেলোয়াড় ড্রাফটে আইকন হিসেবে ছিলেন। সেখান থেকে ৬ জনের ভাগ্যে জুটে আইকন হওয়ার সুযোগ। সাইফ পাওয়ার গ্রুপ খুলনা বেছে নেয় বিপ্লবকে। এতে কিছুটা অবাক হয়েছেন বিপ্লব। এ ব্যাপারে তিনি জানান, ‘আইকন হিসেবে আমি যে দলে সুযোগ পাব এটা আমার ভাবনাতেই ছিল না। আমি ভেবেছিলাম এ প্লাস কিংবা এ ক্যাটাগরিতে সুযোগ পাব। কারণ লিস্টে অনেক সিনিয়র এবং অভিজ্ঞ খেলোয়াড় ছিল। তার মধ্য থেকে সাইফ পাওয়ার গ্রুপ প্রথম ডাকেই যে আমাকে বেছে নিয়েছে সত্যিই আমি ভীষণ খুশি হয়েছি। সাইফ পাওয়ার ম্যানেজমেন্টকে ধন্যবাদ। আমি তাদের মান রাখার চেষ্টা করব।’
সব মিলে কেমন হয়েছে আপনার দল- এমন প্রশ্নে বিপ্লব কুজুর বলেন, ‘সিনিয়র-তারুণ্যের মিশেলে বেশ ভারসাম্যপূর্ণ দল হয়েছে। বিদেশি খেলোয়াড়রাও সবাই পরিচিত। আশাকরি আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে ভাল কিছু করব। খেলোয়াড় হিসেবে লিগ টাইটেল, টুর্নামেন্ট ট্রফি জয়ের অভিজ্ঞতা হয়েছে। আন্তর্জাতিক অনেক ম্যাচ-টুর্নামেন্ট খেলারও অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকে আসন্ন হকি চ্যাম্পিয়নস ট্রফিতে কাজে লাগানোর চেষ্টা করব।’ আইকন হিসেবে যে সম্মান আমাকে দেয়া হয়েছে তার মানও রাখার চেষ্টা করব বলে মন্তব্য করেন বিপ্লব।
সাইফ পাওয়ার গ্রুপ খুলনা দল : বিপ্লব কুজুর, গিদো বেরেইরোস, খোরশেদুর রহমান, প্রিন্স লাল ,আজফার ইয়াকুব (পাকিস্তান) , ফিরদাউস রশদী (মালয়েশিয়া), আমিরুল ইসলাম, আহসান হাবিব, রাজু আহমেদ, মরিজ ফ্রে (জার্মানি/অস্ট্রিয়া), মিরাজ হোসেন, সজীব হোসেন সিফাত, তানজিম আহমেদ, কামরুজ্জামান রানা সাদ্দাম খান, দ্বীন ইসলাম, ইয়াসিন আরাফাত।
Rent for add