• ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ফ্র্যাঞ্চাইজি হকিতে সাকিবের দল

আইকন খেলোয়াড়ের তালিকায় যে ১৯ জন ছিলেন, তাদের মধ্যে বড় নামটি মোহামেডানের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি; কিন্তু বিক্রি হওয়া প্রথম চারজনের মধ্যে ছিলেন না জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আইকন খেলোয়াড় প্রথমে বেছে নেওয়ার সুযোগ পাওয়া ওয়ালটন ঢাকা কিনে নেয় মোহামেডানের ডিফেন্ডার আশরাফুল ইসলামকে।

এরপর পর্যায়ক্রমে সাইফ পাওয়ার গ্রুপ খুলনা কিনে নেয় মেরিনার্সের গোলরক্ষক বিপ্লব কুজুরকে, একমি চট্টগ্রাম কিনে নেয় আবাহনীর ডিফেন্ডার রেজাউল করিম বিপ্লবকে, রূপায়ন সিটি কুমিল্লা কিনে নেয় মেরিনার্সের ডিফেন্ডার সোহানুর রহমান সবুজকে।

চারজন আইকন বিক্রি হওয়ার পর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলরুমে কানাঘুষা- তাহলে কি দেশের হকির বড় তারকা রাসেল মাহমুদ জিমি আইকন হিসেবে দল পাচ্ছেন না?

তখনই জিমিকে কিনে নেওয়ার ঘোষণা আসে ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসানের মোনার্ক মার্ট পদ্মার টেবিল থেকে। পঞ্চম আইকন হিসেবে বিক্রি হয়েছেন জিমি। ৬ নম্বর আইকন খেলোয়াড় আবাহনীর মিডফিল্ডার রোমান সরকার। তাকে কিনে নিয়েছে মেট্রো এক্সপ্রেস বরিশাল।

মোনার্ক মার্ট পদ্মার স্থানীয় কোচ শহিদুল্লাহ টিটু তার দল সম্পর্কে বলেছেন, ‘যে দল হয়েছে তাতে আমি খুশি। কারণ, খেলোয়াড়দের নাম দিয়ে তো হবে না, মাঠে খেলতে হবে। সবাই নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে কোন সমস্যা হবে না।’

নিজের দলকে কোন পজিশনে এগিয়ে রাখবেন? জবাবে টিটু বলেছেন, ‘আমার রক্ষণভাগ ও আক্রমণভাগ বেশি ভালো হয়েছে। এখন আরেকজন খেলোয়াড় নেওয়ার সুযোগ আছে। অনুশীলন শুরু হলে দুর্বল পজিশনের জন্য আরেকজন বিদেশি খেলোয়াড় আনবো।’

দুই-তিন দিনের মধ্যে অনুশীলন শুরু করে দেবেন বলেও জানিয়েছেন মোনার্ক মার্ট পদ্মার স্থানীয় কোচ। সাকিবের দল বিদেশি কোচ পেয়েছেন দক্ষিণ কোরিয়ার জিন ইওকে।

মোনার্ক মার্ট পদ্মা দল

রাসেল মাহমুদ জিমি (আইকন), চিঙ্গেলসানা সিং, ইমরান হাসান, নাইম উদ্দিন, সাইফ খান (ভারত), সি ও হিয়ং (দক্ষিণ কোরিয়া), আল নাহিয়ান শুভ, খালেদ মাহমুদ রাকিন, আজিম উদ্দিন, মিউ তানিমিতুস, আশরাফুল ইসলাম, রামিম হোসেন, আশিক মাহমুদ সাগর, কৃষ্ণ কুমার, রাহিত হোসেন, রাফিউল ইসলাম, রাকিবুল হাসান।

Rent for add