নিজস্ব প্রতিবেদক : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ৪:৫২:৩০
আর মাত্র ১৬ দিন পর কাঙ্খিত হকি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে যাচ্ছে। এ উপলক্ষে ইতোমধ্যে লোগো উম্মোচন, কোচ চূড়ান্তকরণ আর সবশেষে সোমবার ঢাকা ক্লাব লিমিটেডে প্লেয়ার্স ড্রাফটে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল নিজেদের পছন্দের খেলোয়াড় বেছে নিয়েছে।
এর মধ্যে প্রধান আকর্ষণ ছিল লোকাল আইকনের পরপরই বিদেশি আইকন হয়ে কে কোন দলে যাচ্ছেন। একই সঙ্গে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টে কে কেমন পারিশ্রমিক পাচ্ছেন তা নিয়েও সবার মধ্যে একটা আগ্রহ ছিল।
এবার জেনে নিন কে কেমন পারিশ্রমিক পাচ্ছেন
দেশি আইকন : ৫ লাখ টাকা
বিদেশি আইকন : সাড়ে ৭ হাজার মার্কিন ডলার
এ+ ক্যাটাগরি (দেশি) : ৪ লাখ টাকা
এ ক্যাটাগরি : ৩ লাখ টাকা
বি ক্যাটাগরি : ২ লাখ টাকা
সি ক্যাটাগরি : ১ লাখ টাকা
বিদেশি ক্যাটাগরি : সাড়ে ৪ থেকে সাড়ে ৭ হাজার মার্কিন ডলার।
Rent for add