নিজস্ব প্রতিবেদক : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ৪:১৯:৩৩
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে প্লেয়ার্স ড্রাফটে সোমবার ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল বেছে নেয় নিজেদের পছন্দের খেলোয়াড়।
তবে প্রধান আকর্ষণই ছিল, লোকাল আইকন খেলোয়াড়দের নিয়ে। ১৯ জনের তালিকা থেকে কোন ছয়জনকে আইকন হিসেবে বেছে নেয় দলগুলো, সেটি নিয়ে সবার আগ্রহ ছিল।
লটারির মাধ্যমে প্রথমেই আইকন বেছে নেওয়ার সুযোগ পায় ওয়ালটন ঢাকা। তারা আইকন হিসেবে নিয়েছে আশরাফুল ইসলামকে। এভাবে লটারির মাধ্যমে একমি চট্টগ্রাম নিয়েছে নিয়েছে রেজাউল করিমকে, মেট্রো এক্সপ্রেস বরিশার রোমান সরকার, মোনার্ক মার্ট পদ্মা রাসেল মাহমুদ জিমি, রুপায়ন গ্রুপ কুমিল্লা সোহানুর রহমান সবুজ, সাইফ পাওয়ার খুলনা বেছে নিয়েছে বিপ্লব কুজুরকে।
লোকাল আইকন তালিকা
০১. রেজাউল করিম (একমি চট্টগ্রাম)
০২. রোমান সরকার (মেট্রো এক্সপ্রেস বরিশাল)
০৩. রাসেল মাহমুদ জিমি (মোনার্ক মার্ট পদ্মা)
০৪. সোহানুর রহমান সবুজ (রুপায়ন গ্রুপ কুমিল্লা)
০৫. বিপ্লব কুজুর (সাইফ পাওয়ার খুলনা)
০৬. আশরাফুল ইসলাম (ওয়ালটন ঢাকা)
Rent for add