• ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫

ফ্র্যাঞ্চাইজি ছয় দলের কোচ চূড়ান্ত

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ অক্টোবর থেকে ঘরোয়া হকির ইতিহাসে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিক্তিক হকি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর মাঠে গড়াতে যাচ্ছে।

এ বছর ৮ বিভাগের মধ্যে ৬টি বিভাগ প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি হকিতে অংশ নিতে যাচ্ছে। দলগুলো হচ্ছে মোনার্ক মার্ট, এসিএমই, সাইফ পাওয়ারটেক, ওয়ালটন ও রূপায়ন গ্রুপ ও মেট্রো এক্সপ্রেস।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে দেশী ও বিদেশী কোচদের লটারীর মাধ্যমে বন্টন করা হয়েছে। এক নজরে দেখে নিন কে কোন দলের কোচের দায়িত্ব পালন করবেন।

০১. একমি : ওয়াসিম আহমেদ (পাকিস্তান) ও হেদায়েতুল ইসলাম খান রাজিব (বাংলাদেশ)।

০২. ওয়াল্টন : সাইফুল আজলী (মালয়েশিয়া) ও জাহিদ হোসেন রাজু (বাংলাদেশ)।

০৩. সাইফপাওয়ার টেক : ধরমা রাজ আবদুল্লাহ (মালয়েশিয়া) ও আশিকুজ্জামান (বাংলাদেশ)।

০৪. মোনাক মার্ট :  জিন ই্ও  ( দক্ষিণ কোরিয়া), শহিদুল্লাহ টিটু (বাংলাদেশ)।

০৫. মেট্রো এক্সপ্রেস : সিউনগাতে সং  (দক্ষিণ কোরিয়া) ও মো. মওদুদুর রহমান শুভ (বাংলাদেশ)।

০৬. রূপায়ন গ্রুপ : ইয়ং কিউই (দক্ষিণ কোরিয়া) ও মশিউর রহমান বিপ্লব (বাংলাদেশ)।

Rent for add