নিজস্ব প্রতিবেদক : ৯ অক্টোবর ২০২২, রবিবার, ০:২৮:৪৫
আগামীকাল ১০ অক্টোবর সোমবার সকাল ১১টা থেকে ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হবে।
এর মধ্যে আইকন খেলোয়াড়দের সম্ভাব্য তালিকায় রয়েছেন ১৯ জন। এ থেকে ৬ জন আইকন খেলোয়াড় হিসেবে সিলেকটেড হবেন।
বাকিরা নিয়মমাফিক এ+ক্যাটাগরিতে নেমে যাবেন। একই প্রক্রিয়ায় সম্পন্ন হবেন এ+ থেকে সি ক্যাটাগরি পর্যন্ত প্রতিটি বিভাগের খেলোয়াড়েরা।
আইকন খেলোয়াড় তালিকা
তালিকা নাম পজিশন দল
০১. মিলন হোসেন ফরোয়ার্ড মেরিনার/সেনাবাহিনী
০২. রাসেল মাহমুদ জিমি ফরোয়ার্ড মোহামেডান/নৌবাহিনী
০৩. আশরাফুল ইসলাম রক্ষণভাগ (ড্রাগফ্লিকার) মোহামেডান/নৌবাহিনী
০৪. খোরশেদুর রহমান রক্ষণভাগ (ড্রাগফ্লিকার) আবাহনী/নৌবাহিনী
০৫. ফরহাদ আহমেদ সিতুল রক্ষণভাগ (ড্রাগফ্লিকার) আবাহনী/নৌবাহিনী
০৬. দ্বীন ইসলাম ইমন আক্রমণভাগ বাংলাদেশ এসসি/নৌবাহিনী
০৭. ফজলে হোসেন রাব্বি মধ্যমাঠ মেরিনার/নৌবাহিনী
০৮. সারোয়ার হোসেন মধ্যমাঠ মোহামেডান/নৌবাহিনী
০৯. রোমান সরকার মধ্যমাঠ আবাহনী/নৌবাহিনী
১০. নাইম উদ্দিন মধ্যমাঠ আবাহনী/নৌবাহিনী
১১. বিপ্লব কুজুর গোলকিপার মেরিনার/বিমান বাহিনী
১২. সোহানুর রহমান সবুজ মধ্যমাঠ (ড্রাগফ্লিকার) মেরিনার/বিমান বাহিনী
১৩. মেহেদী হাসান রক্ষণভাগ সোনালী ব্যাংক/বিমান বাহিনী
১৪. আরশাদ হোসেন আক্রমণভাগ আবাহনী/বিমান বাহিনী
১৫. পুস্কর ক্ষিসা মিমো আক্রমণভাগ আবাহনী
১৬. আবু সাঈদ নিপ্পন গোলকিপার আবাহনী
১৭. রেজাউল করিম বাবু রক্ষণভাগ আবাহনী
১৮. প্রিন্স লাল মধ্যমাঠ মোহামেডান
১৯. রকিবুল হাসান রকি আক্রমণভাগ সোনালী ব্যাংক/বিকেএসপি
Rent for add