• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

২৯ সেপ্টেম্বর ঢাকা জোন দিয়ে জাতীয় যুব হকি শুরু

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ঢাকা জোনের খেলা দিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতার প্রথম পর্ব মাঠে গড়াচ্ছে। ঢাকা জোনের খেলাগুলো মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর পরপরই ৫৭টি জেলা নিয়ে গঠিত ৯টি ভেন্যুর অন্যান্য খেলা শুরু হবে।

যদিও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে জাতীয় যুব হকির বিভিন্ন জোনের খেলা মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ নারী হকি টুর্নামেন্ট ও ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের বিপ টেস্টের সিডিউল থাকায় শুরু করা সম্ভব হয়নি।

আর মাত্র দুই দিন পরেই ঢাকা জোনের খেলা শুরু হচ্ছে। ঢাকা জোনে ৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে বিকেএসপিসহ ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর এবং শরীয়তপুর। অনেকদিন পর যুব হকি মাঠে ফেরায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে অন্যরকম উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ৯টি জোনে দেশব্যাপী এ প্রতিযোগিতার প্রথম পর্বে মোট ৫৭টি দল অংশ নিচ্ছে। পরবর্তীতে প্রতিটি ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ মোট ১৬টি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য এ প্রতিযোগিতা উপলক্ষে ইতোমধ্যে বাংলাদেশ হকি ফেডারেশন ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের মধ্যে ২৭ জুলাই একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। টাইটেল স্পন্সর হিসেবে স্পন্সর প্রতিষ্ঠানটি ১ কোটি ৫০ লক্ষ টাকা দিচ্ছে।

 

Rent for add