• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

নীলকে হারাল সবুজ

ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ নারী হকি টুর্নামেন্টে বাহফে সবুজ দল জিতেছে। বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে তারা ৪-০ গোলে হারিয়েছে নীল দলকে।

বাহফে সবুজ দলের হয়ে জান্নাতুল ফেরদৌস ৯মিনিটে, সাদিয়া খানম ২৪মিনিটে ও ৪২মিনিটে এবং সম্পা ৫৬মিনিটে গোল করেন।

শুক্রবার বাহফে লাল বনাম বাহফে সবুজ বিকেল সাড়ে ৩টায় একে অপরের মোকাবেলা করবে।

Rent for add