নিজস্ব প্রতিবেদক : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ২২:৫৩:৩১
অবশেষে চার দলের অংশগ্রহণে সোমবার থেকে ‘ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ নারী হকি টুর্নামেন্ট’ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে বাহফে লাল দল ২-০ গোলে বাহফে নীল দলকে হারিয়ে শুভ সূচনা করেছে। বিজয়ী দলের নাদিরা ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি ও ৫৬ মিনিটে কনা আক্তার একটি ফিল্ড গোল করেন।
তবে মাঠে খেলা গড়ানোর আগে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, ফেডারেশনের সহসভাপতি ও ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুর রশিদ শিকদার, সহসভাপতি সাজেদ এ এ আদেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
বাছাইকৃত নারী খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে আটদিনব্যাপী এ টুর্নামেন্ট ১৯ সেপ্টেম্বর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য হওয়া শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল দেয়া হবে। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
Rent for add