• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

লাল দলের জয় দিয়ে ডেভেলপমেন্ট কাপ নারী হকি টুর্নামেন্ট শুরু

অবশেষে চার দলের অংশগ্রহণে সোমবার থেকে ‘ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ নারী হকি টুর্নামেন্ট’ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে বাহফে লাল দল ২-০ গোলে বাহফে নীল দলকে হারিয়ে শুভ সূচনা করেছে। বিজয়ী দলের নাদিরা ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি ও ৫৬ মিনিটে কনা আক্তার একটি ফিল্ড গোল করেন।

তবে মাঠে খেলা গড়ানোর আগে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, ফেডারেশনের সহসভাপতি ও ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুর রশিদ শিকদার, সহসভাপতি সাজেদ এ এ আদেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

বাছাইকৃত নারী খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে আটদিনব্যাপী এ টুর্নামেন্ট ১৯ সেপ্টেম্বর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য হওয়া শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল দেয়া হবে। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

Rent for add