• ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ডেভেলপমেন্ট কাপ হকি টুনামেন্ট আজ শুরু

ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ হকি টুনামেন্ট আজ সোমবার থেকে মাঠে গড়াচ্ছে। এ টুর্নামেন্টে চারটি নারী দল যথাক্রমে লাল, সবুজ, নীল ও হলুদ দল অংশ নিচ্ছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দলগুলো একে অপরের সঙ্গে মোকাবেলা করবে।

প্রধান অতিথি হিসেবে আজ সোমবার টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান। বিশেষ অতিথি থাকবেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন।

১১ সেপ্টেম্বর এ টুর্নামেন্ট উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং একই সঙ্গে টুর্নামেন্টের জার্সী উম্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার, জাকি আহমেদ রিপন, মো. ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ হাজী মো. হুমায়ুন, কার্যনিবার্হী সদস্য তাহের লতিফ মুন্না, জামিল আবদুল নাসের, সাফায়ত হোসেন ডালিম, তারেকুরজ্জামান নান্নু, শহিদুল্লাহ টিটু, রফিকুল ইসলাম কামাল,সাবেক নির্বাহী সদস্য ও কোচ কাওসার আলী এবং স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন।

 

Rent for add