• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

ফ্র্যাঞ্চাইজি হকিতে মেট্রো এক্সপ্রেস

আসন্ন ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির (বিসিটি) ষষ্ঠ দল হিসেবে ‘মেট্রো এক্সপ্রেস’ অংশগ্রহণ নিশ্চিত করেছে। বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) সূত্রে ৮ সেপ্টেম্বর জানা গেছে এ তথ্য।

গত ৬ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে বিএইচএফ। তখন মোনার্ক মার্ট, এসিএমই, সাইফ পাওয়ারটেক, ওয়ালটন ও রূপায়ন গ্রুপ- এই পাঁচটি দলের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। কিন্তু ষষ্ঠ দল হিসেবে কে বা কোন প্রতিষ্ঠান আসছে তখন প্রকাশ করা হয়নি। তবে সবশেষ দল হিসেবে এবার মেট্রো এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজি হকিতে কিনবে। ৮ বিভাগের মধ্যে ৬টি বিভাগ প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি হকিতে অংশ নিতে যাচ্ছে।

বিএইচএফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ হকিবাংলাদেশ.কম-কে বলেন, ফ্র্যাঞ্চাইজি হকির সবশেষ দলটি আমরা পেয়ে গিয়েছে। দলটির অংশগ্রহণ নিশ্চিত করেছে মেট্রো এক্সপ্রেস-এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন রিয়াজুল ইসলাম শুভ।

উল্লেখ্য হকির হারানো ঐতিহ্য আর জনপ্রিয়তাকে ফিরিয়ে আনার লক্ষে বাংলাদেশ হকি ফেডারেশন দেশে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। যেখানে দেশ-বিদেশের তারকা খেলোয়াড়রা বিভিন্ন দলের হয়ে অংশ নেবেন।

Rent for add