• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

দুয়ারে কড়া নাড়ছে জাতীয় যুব হকি

দুয়ারে কড়া নাড়ছে জাতীয় যুব হকি। আর মাত্র পাঁচ দিন পরেই ঢাকা জোন দিয়ে মাঠে গড়াচ্ছে এ আসর। অনেকদিন পর যুব হকি মাঠে ফেরায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে অন্যরকম উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

জাতীয় যুব হকি প্রতিযোগিতাকে সামনে রেখে প্রতিটি জেলা তাদের দল গঠনের পাশাপাশি প্রস্তুতি শুরু করেছে। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী বিভিন্ন দলের অনুশীলন শুরু হয়েছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) আয়োজনে এ বছর ৫৭টি দল অংশ নিচ্ছে।

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা জোন দিয়ে এআইবিএল জাতীয় যুব হকি প্রতিযোগিতা মাঠে গড়াবে। ঢাকা জোনে ৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে বিকেএসপিসহ ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর এবং শরীয়তপুর। পরবর্তীতে দেশের অন্যান্য জোনের খেলা শুরু হবে।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ৯টি জোনে দেশব্যাপী এ প্রতিযোগিতার প্রথম পর্বে মোট ৫৭টি দল অংশ নিচ্ছে। পরবর্তীতে প্রতিটি ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ মোট ১৬টি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য এ প্রতিযোগিতা উপলক্ষে ইতোমধ্যে বাংলাদেশ হকি ফেডারেশন ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের মধ্যে ২৭ জুলাই একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। টাইটেল স্পন্সর হিসেবে স্পন্সর প্রতিষ্ঠানটি ১ কোটি ৫০ লক্ষ টাকা দিচ্ছে।

Rent for add