• ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

আবারো বাংলাদেশ-ওমান ফাইনাল

এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শনিবার দ্বিতীয় সেমিফাইনালে তারা ৪-১ গোলে স্বাগতিক থাইল্যান্ডকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ২-১ গোলে এগিয়ে ছিল।

এদিকে প্রথম সেমিফাইনালে ওমান ২-০ গোলে হারিয়েছে ইন্দোনেশিয়াকে।

আগামীকাল রোববার ফাইনালে বাংলাদেশ ওমানের মোকাবেলা করবে। থাইল্যান্ডের স্থানীয় সময় বেলা তিনটায় এবং বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে।

ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশ বড় জয় পেলেও শুরুটা ভালো ছিল না। থাইল্যান্ডের কাছে ১০ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে লাল-সবুজের দল।

যদিও ম্যাচে ফিরতে বাংলাদেশ বেশি সময় নেয়নি। ২২ মিনিটে রোমান সরকার ফিল্ড গোলে দলকে সমতায় ফেরান। এরপর ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুলের গোলে বাংলাদেশ সহজ জয়ের পথে হাঁটতে শুরু করে।

বিরতির পর আবারো গোল করেন আশরাফুল। এবারও পেনাল্টি কর্নার থেকে ৩৫ মিনিটে বাংলাদেশ ৩-১ গোলে এগিয়ে যায়। ৪৭ মিনিটে রাকিবুলের ফিল্ড গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

উল্লেখ্য বাংলাদেশ আন্তর্জাতিক টুর্নামেন্টে এ নিয়ে টানা ১০ জয় পেয়ে রেকর্ড গড়েছে। এর আগে বাংলাদেশ কখনোই আন্তর্জাতিক টুর্নামেন্টে এমন টানা জয় পায়নি। চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে আশরাফুলই ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন।

‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ৭ মে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে, ১০ মে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে শ্রীলঙ্কাকে এবং ১২ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১-০ গোলে সিঙ্গাপুরকে পরাজিত করে। শুধু তাই নয়, লাল-সবুজ জার্সিধারীরা গ্রুপ পর্বের এক ম্যাচ আগেই এশিয়ান গেমস হকির মূলপর্ব নিশ্চিত করেছিল।

এ নিয়ে বাংলাদেশ টানা তৃতীয়বারের মতো ওমানের সঙ্গে ফাইনাল খেলতে যাচ্ছে। চলতি বছর তারা হিরো এশিয়া কাপের বাছাইপর্বের ফাইনালে ওমানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জার্কাতায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকি বাছাইপর্বে ওমানের কাছে ২-০ গোলে হেরেছিল।

 

 

Rent for add