• ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫

সেমিফাইনালে প্রতিপক্ষ আজ থাইল্যান্ড

এশিয়ান গেমস হকি বাছাইপর্বের সেমিফাইনালে বাংলাদেশ ও স্বাগতিক থাইল্যান্ড আজ শনিবার একে অপরের মুখোমুখি হচ্ছে। ফাই্নালে উঠার লড়াইয়ে বাংলাদেশ সময় বিকেল ৩টায় এ ম্যাচটি ব্যাংককে শুরু হবে।

হকির সঙ্গে সম্পৃক্ত অভিজ্ঞমহল মনে করছেন অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ থাইল্যান্ড হারিয়ে লাল-সবুজের দল সহজেই ফাইনালে পৌঁছে যাবে।

বাংলাদেশ এরই মধ্যে আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা ৯ জয় পেয়ে রেকর্ড গড়েছে। এর আগে বাংলাদেশ কখনোই আন্তর্জাতিক টুর্নামেন্টে এমন টানা জয় পায়নি।

ইতোমধ্যে বাংলাদেশ এশিয়ান গেমস হকি বাছাইপর্বের ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। শুধু তাই নয়, গ্রুপ পর্বের এক ম্যাচ আগেই এশিয়ান গেমস হকির মূলপর্ব নিশ্চিত করেছে।

উল্লেখ্য বাংলাদেশ ৭ মে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে, ১০ মে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে শ্রীলঙ্কাকে এবং ১২ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১-০ গোলে সিঙ্গাপুরকে পরাজিত করে।

Rent for add