নিজস্ব প্রতিবেদক : ১২ মে ২০২২, বৃহস্পতিবার, ১৮:৪৫:২৪
এশিয়ান গেমস হকি বাছাইপর্বে বাংলাদেশ গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়েছে। আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১-০ গোলে সিঙ্গাপুরকে পরাজিত করে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লাল-সবুজের দল দ্বিতীয় কোয়ার্টারে রকিবুল হাসান রকির ফিল্ড গোলে জয় নিশ্চিত করে। এর ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছালো বাংলাদেশ।
এর আগে গত ১০ মে গ্রুপ পর্বের নিজস্ব দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমস হকির মূল পর্বে খেলা নিশ্চিত করে।
বাংলাদেশ অবশ্য ৭ মে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করে।
Rent for add