নিজস্ব প্রতিবেদক : ১১ মে ২০২২, বুধবার, ৪:০৪:০৪
এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ জাতীয় হকি দল এশিয়ান গেমস হকির মূলপর্বে পৌঁছে গেছে।
১০ মে মঙ্গলবার এশিয়ান গেমস হকি বাছাইপর্বে বাংলাদেশ ৩-১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশ-লঙ্কা ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকলেও পরের তিন কোয়ার্টার দু’দলের আক্রমণ-পাল্টা আক্রমণে বেশ জমজমাট হয়ে উঠেছিল।
দ্বিতীয় কোয়ার্টারে ৩ মিনিটে পিসি থেকে আশরাফুলের গোলে বাংলাদেশ এগিয়ে (১-০) যায়। এরপর ৮ মিনিটে পিসি থেকে গোল করে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ (২-০) করে।
তবে তৃতীয় কোয়ার্টারে লঙ্কানরা বেশ চাপ সৃষ্টি করে খেলতে থাকে। ফলে বাংলাদেশের বিপক্ষে পর পর ৫ টা পিসি পেলেও গোল করতে ব্যর্থ হয়। তবে কোয়ার্বের শেষ হওয়ার ১ মিনিট আগে গোলের দেখা পায় শ্রীলঙ্কা। তাকে ব্যবধান (১-২) কমে।
চতুর্থ কোয়ার্টারের ৮ মিনিটে রোমান সরকার ফিল্ড গোল করলে বাংলাদেশ (৩-১) গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
লাল-সবুজের দল এশিয়ান গেমস হকি বাছাইপর্বে ’বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১২ মে তারা সিঙ্গাপুরের সঙ্গে মোকাবেলা করবে।
Rent for add