নিজস্ব প্রতিবেদক : ৬ মে ২০২২, শুক্রবার, ১৯:৩১:৫৮
এশিয়ান গেমস হকির বাছাইপর্বে অংশ নিতে বুধবার মধ্যরাতেই থাইল্যান্ড পৌঁছালো বাংলাদেশ জাতীয় হকি দল। আগামী ৬ থেকে ১৫ মে ব্যাংককে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।
এর আগে বাংলাদেশ জাতীয় হকি দলকে ৪ মে রাত ১১টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি জাকি আহমেদ রিপন, মো. ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ হাজী মো. হুমায়ুন এবং কার্যনির্বাহী সদস্য খাজা তাহের লতিফ মুন্না।
থাইল্যান্ডে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে মোকাবেলা করবে। লাল-সবুজ দলের প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।
অপরদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ওমান, হংক, থাইল্যান্ড, উজবেকিস্তান ও কাজাখস্তান।
Rent for add